Title
৩০শে জুন ২০২৩ এর পলাশ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির সাথে প্রাথমিক সমবায় সমিতির হিসাবাদি মিলকরণ সংক্রান্ত
Details
আগামি ৩১শে ডিসেম্বর ২০২৩ খ্রি তারিখের মধ্যে পলাশ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লি:এর ২০২২-২৩ অর্থ বছরের অডিট/নিরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে । সেই লক্ষ্যে উক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির সাথে তাঁর আওতাধীন সকল প্রাথমিক কৃষক /বিত্তহীন/মহিলা সমবায় সমিতিকে তাদের হিসাবাদি (৩০শে জৃন ২০২৩) মিলিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।